গ্যালাক্সি কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল 2021 সালের জানুয়ারি-জুন সেশনের পরীক্ষা । পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় অর্ধশতাধিক স্টুডেন্ট । 2021 সালের জানুয়ারি-জুন সেশনের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ডাটাবেজ প্রোগ্রামিং সহ সর্বমোট পাঁচটি বিভাগে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। গ্যালাক্সি কম্পিউটার কোচিং সেন্টারের পরিচালক আতাউর রহমান জনি স্যারের তত্ত্বাবধানে সকাল দশটা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয় । শুরুতেই পরিচালক আতাউর রহমান জনি স্যার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তৃতা পরিবেশন করেন যা সকল শিক্ষার্থীদের মন ছুঁয়ে যায়। অতঃপর তিনি গ্যালাক্সি কম্পিউটার কোচিং সেন্টারের নতুন কোর্স ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং এর উদ্বোধন করেন । এরপর পরীক্ষা কার্যক্রম শুরু হয় ।
গ্যালাক্সি কম্পিউটার কোচিং সেন্টারের ইন্সট্রাক্টরগণ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন । উল্লেখ্য যে, উক্ত পরীক্ষাটি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রদান করা হবে ।
এভাবে 2021 সালের জানুয়ারি-জুন সেশনের পরীক্ষা কার্যক্রম এর প্রথম ধাপ অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হয় । উল্লেখ্য যে ,আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরও দুই ধাপে পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের উক্ত পরীক্ষার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হলো।