image

পরিচালক

আতাউর রহমান জনি

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার

ইতিহাস

০১ শিক্ষা প্রতিষ্ঠানের নাম গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার
০২ ঠিকানা এস্কেন্দার আলী রোড, ১০নং ওয়ার্ড, রাধানগর, পাবনা সদর, পাবনা।
০৩ প্রতিষ্ঠাকাল ০১-০১-২০০৩ ইং
০৪ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদনের তারিখ ২০১৭ সালে গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রাপ্ত হয়
০৫ প্রতিষ্ঠান কোড ২৬১৯৭

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারটি পাবনার রাধানগরে অবস্থিত একটি কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড 2D এন্ড 3D, ডাটাবেজ প্রোগ্রামিং, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ফাইন আর্ট ও কম্পিউটার টেকনোলজি সেক্টরে শিক্ষানুরাগী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সৃজনশীলতা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। ছোট শিশু থেকে শুরু করে অতি বৃদ্ধের মাঝেও এ প্রবৃত্তি ক্রিয়াশীল। আর এ প্রবৃত্তি তাড়িত হয়েই মানুষের মনে আসে নবতর সৃষ্টির প্রেরণা যার মাধ্যমে প্রযুক্তি জগতে যুক্ত হয় নতুন মাত্রা। কম্পিউটার শিক্ষা একটি প্রযুক্তির শাখা, যে শাখা জাতির সময়কে ধারণ করে কম্পিউটার শিক্ষাকে পুষ্ট করে তোলে আর সভ্যতার গতিকে আনে সাবলীলতা।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যা সমস্যা এদেশের অন্যতম সমস্যা। তার উপর শিক্ষিত বেকারের ভারে আর্থসামাজিক অবস্থা জর্জরিত। এমনি একটি অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপটে-২০০৩ইং সালে গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঐতিহ্যবাহী এড্ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অতি নিকটে পশ্চিম পার্শ্বে অবস্থিত। ইছামতি স্কুল সংলগ্ন, রাধানগর, পাবনা সদর, পাবনায় প্রতিষ্ঠিত হয়। দেশে ও বিদেশে বিপুল সংখ্যক দক্ষ জন শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ট্রেডসমূহ

ক্রমিক নং ট্রেডের নাম মেয়াদ
০১ কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০২ অটোক্যাড 2D এন্ড 3D ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৩ ডাটাবেজ প্রোগ্রামিং ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৪ গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৫ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৬ ওয়েব ডেভেলপিং ৬মাস মেয়াদী

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্দেশ্যাবলি

  • সাধারণ শিক্ষার পাশাপাশি, কারিগরি শিক্ষা গ্রহণ করি।
  • জননেত্রী শেখ হাসিনার ডিজিটার বাংলাদের গড়ায় অবদান রাখা।
  • জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সপ্ন সোনার বাংলা গড়ে তোলা।
  • বিভিন্ন স্তরের শিক্ষিত বেকারদের দক্ষ কম্পিউটার অপরেটর তৈরী করা।
  • উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিতদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা।
  • কারিগরি শিক্ষার মাধ্যমে মানবসম্পদে রূপান্তরকরণ।
  • দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার লক্ষ্যে দক্ষ কর্মী তৈরি করা।
  • বিশ্বমানের দক্ষ কর্মী তৈরির করা।
  • তথ্য প্রযুক্তি ব্যবহারকরণের লক্ষে আগ্রহী করে তোলা।
  • তথ্য প্রযুক্তি বিশ্বায়নের সাথে দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে একত্রীভূতকরণ।
  • বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি করা।
  • বঞ্চিত ছাত্র/ছাত্রীদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দারিদ্র বিমোচন করা।

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার যে সকল প্রোফেশনাল কোর্সসমূহ প্রশিক্ষণ দিয়ে আসছে

ক্রমিক নং ট্রেডের নাম মেয়াদ
০১ কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০২ অটোক্যাড 2D এন্ড 3D ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৩ ডাটাবেজ প্রোগ্রামিং ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৪ গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৫ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৬ ওয়েব ডেভেলপিং ৬মাস মেয়াদী
০৭ ফাইন আর্ট ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী
০৮ কম্পিউটার টেকনোলজি ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার বৈশিষ্ট্য সমূহ

  • সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।
  • সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সার্বক্ষণিক দক্ষ শিক্ষক নিয়োজিত।
  • প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য আলাদা আলাদা কম্পিউটার ব্যবস্থা।
  • প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা।
  • প্রত্যেক ছাত্র/ছাত্রীর পছন্দ সময় প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা।
  • সপ্তাহে ৬ দিন প্রশিক্ষণ।
  • প্রতি মাসে ক্লাস টেস্ট নেওয়ায় ব্যবস্থা।
  • কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ রয়েছে।
  • ফ্রি হ্যান্ডনোট প্রদান করা হয়।
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত।
  • প্রশিক্ষণ শেষে কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।
  • কোর্সের টাকা ব্যতিত অন্য কোন টাকা নেওয়া হয় না।
  • কোর্স শেষে অনলাইন থেকে ইনকামের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে (ফ্রী)।

সদস্য সচিব/পরিচালক

আতাউর রহমান জনি

বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব । অবাধ তথ্য অধিকার এবং প্রযুক্তি ভিত্তিক

কম্পিউটারপ্রশিক্ষণ আত্ম নির্ভরশীল, সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক। বিশ্ব যেখানে তথ্য প্রযুক্তি জ্ঞানে বলিয়ান সেখানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠিকে এগিয়ে নেবার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার বেকার যুব সমাজকে আত্ম নির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করছে। প্রতিযোগিতা মুলক বিভিন্ন চাকুরির বাজারে কম্পিউটার শিক্ষা বিশেষ যোগ্যতা বলে বিবেচনা করায় শিক্ষিত যুব সমাজ কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে আইটি দক্ষতা লাভ করে চাকুরী ক্ষেত্রে সফলতা বয়ে নিয়ে আসছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃক অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে ৬মাস মেয়াদী হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অত্যন্ত যত্ন সহকারে নিবিড়ভারে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ লাভ করছেণ। ইতিমধ্যে বহু শিক্ষার্থী প্রশিক্ষণ লাভ করে নিজ নিজ কর্ম ক্ষেত্রে দক্ষতা ও সফলতার সাথে কাজ করছে।

গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার ডিগ্রী কলেজ বটতলা মোড় থেকে ১০০ গজ পশ্চিম ইছামতি স্কুলে সংলগ্ন, রাধানগর, পাবনা এর মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

নাম মোঃ আতাউর রহমান
পদবী সদস্য সচিব/পরিচালক
জাতীয় পরিচয় পত্র নং ৭৬১২২৯৪৯৪৯৯৯৭
ই-মেইল ataur1979@gmail.com
মোবাইল নম্বর ০১৭১৮-৪৩৪৬০২
জম্ম তারিখ ১০-০৬-১৯৭৯
স্থায়ী ঠিকানা সাং-দক্ষিণ সাধুপাড়া পোষ্ট-পাবনা থানা-পাবনা সদর জেলা-পাবনা
বর্তমান ঠিকানা সাং-দক্ষিণ সাধুপাড়া পোষ্ট-পাবনা থানা-পাবনা সদর জেলা-পাবনা
বৈবাহিক অবস্থা বিবাহিত
নিজ জেলা পাবনা
সর্বচ্চ শিক্ষাগত যোগ্যতা বিএ/বিএড
শিক্ষাগত যোগ্যতা (সম্পর্ণ) (১) এসএসসিঃ ২য় বিভাগ-১৯৯৫ইং
(২) এইচএসসি : ২য় বিভাগ-১৯৯৭ইং
(৩) বিএ: ২য় বিভাগ-২০০১ইং
(৪) বিএড: ২য় বিভাগ-২০১১
কম্পিউটার অভিজ্ঞতা ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স।