ওয়েব ডেভেলপমেন্ট
(ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং কোর্স)
ট্রেইনারঃ মোঃ নূর ইসলাম (০১৭৫৪-০৭৪৩২৫)
– এই কোর্সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা শেখানো হয়।
– এখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হয়।
– আমরা অনলাইনে যেসব ওয়েবসাইট দেখি সেসব ওয়েবসাইট তৈরি করা, ডেভেলপ করা কিংবা কোন প্রবলেম এর সমাধান করা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের কাজ।
– যদি সিরিয়াসলি এবং ডেডিকেটেড ভাবে লেগে থাকা যায়, তাহলে কাজ শিখে অনলাইন থেকে ইনকাম করতে একজনের প্রায় ৬-৮ মাস সময় লাগতে পারে।
– কোর্সে অংশগ্রহণের পর ইনকাম করা পর্যন্ত কোর্স ফি ব্যতীত অন্য কোন খরচ নেই।
– কোর্সের মেয়াদ ৬ মাস। এই সময় শেষ হবার পরেও যতদিন না আপনি ইনকাম করতে পারবেন ততদিন আমরা সাপোর্ট দেব।
– সপ্তাহে ছয়দিন গ্যালাক্সীর ক্লাসরুমে ক্লাস নেওয়া হয়। কোন গ্রুপভিত্তিক নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের নিজেদের ল্যাপটপে অফিসের ইন্টারনেট কানেক্ট করে ক্লাস নেওয়া হয়। বিশেষ বিশেষ ক্লাস প্রজেক্টরের মাধ্যমে নেওয়া হয়।
– কোর্সের প্রতিটি টপিকের জন্য স্পেশাল শীট প্রদান করা হয়। এছাড়া হোমওয়ার্ক করতে গিয়ে কোন ধরণের সহায়তা লাগলে অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
– শিক্ষার্থীর নিজস্ব ল্যাপটপ এবং বাসায় ইন্টারনেট কানেকশন (ওয়াই-ফাই/ডাটা) থাকতে হবে। এর কোন একটা না থাকলে কোর্সে অংশগ্রহণ করা যাবে না।
– হ্যা। তবে সেক্ষেত্রে শিক্ষার্থীকে ক্লাসের সময় পুরা ক্লাস এর ভিডিও করে নিতে পারে এবং পরবর্তীতে বাসায় ক্লাসের করানো ভিডিও দেখে শিখতে হবে।
– HTML, CSS, BOOTSTRAP, TAILWIND, JAVASCRIPT, REACT.JS, NODE.JS, NEXT.JS, MY-SQL, MONGDB / WordPress ইত্যাদি।
– অবশ্যই। এখানে শূন্য থেকে শুরু করে A to Z শিখিয়ে দেওয়া হবে।
– হ্যাঁ, আপনি কিছু না জানলেও আমাদের ট্রেইনার আপনাকে কম্পিউটারের বেসিক থেকে শুরু করে কোর্সের সমস্ত বিষয় খুব সুন্দরভাবে শিখিয়ে দেবে।
অনলাইন থেকে ইনকাম
* এই কোর্স করে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যাবে?
– প্রথমে ৬-৮ মাস কোর্স করে ওয়েবসাইট তৈরি করা ভালভাবে শিখতে হবে। এরপর অনলাইন মার্কেটপ্লেস যেমন ফাইভার, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে। কাজ শেখানোর পর কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কি করলে অর্ডার পাবার সম্ভাবনা বেশি থাকে তার A to Z সকল ট্রিকস শিখিয়ে দেওয়া হবে। বিদেশি ক্লায়েন্ট যাদের ওয়েবসাইট দরকার তারা অ্যাকাউন্টে মেসেজ করে ওয়েবসাইটের অর্ডার করে। ৩-১০ দিন সময় নিয়ে একেকটি সাইট তৈরি করে সাধারণত ১৫০-৫০০ ডলার পাওয়া যায়। অর্ডার কমপ্লিট হলে অ্যাকাউন্টে উক্ত ডলার যোগ হবে। সেই টাকা দেশের যে কোন ব্যাংকে ট্রান্সফার এবং উত্তোলন করা যাবে।
* মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট তৈরি করতে কি টাকা লাগে?
– না, অ্যাকাউন্ট তৈরিতে কোন টাকা লাগে না।
* যদি ওয়েবসাইট তৈরি করতে গিয়ে কোন ধরণের সমস্যায় পরি আপনাদের সাপোর্ট পাওয়া যাবে?
– ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে গিয়ে যে কোন ধরণের সমস্যায় পরলে আমরা সেই সমস্যার সমাধান করে দেব। এই সাপোর্ট যতদিন যতবার চাইবেন ততবার পাবেন।
* এখানে কোর্স করে ইনকামের গ্যারান্টি আছে?
– অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। আমরা আপনার ইনকামের গ্যারান্টি দেব যদি আপনি নিচের তিনটি বিষয় মেনে চলেন।
১। ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২। বাসায় প্রতিদিন ২ ঘণ্টা করে প্র্যাকটিস করতে হবে।
৩। প্রতিদিন আপনাকে যে হোমওয়ার্ক দেওয়া হবে তার অন্তত ৮০% দিন হোমওয়ার্ক কমপ্লিট করে আনতে হবে।
উক্ত তিনটি বিষয় মেনে চলতে পারলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। কিন্তু মেনে না চললে আমরা ইনকামের গ্যারান্টি দিতে পারি না।
* কাজ শিখলে ইনকামের সম্ভাবনা কত?
– আপনি কাজ শিখলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। কারন দক্ষ ব্যক্তি কখনো বেকার বসে থাকে না।
এই কোর্স সম্পর্কে যে কোন তথ্য জানতে কোর্সের ট্রেইনারের সাথে কথা বলতে পারেন।
মোঃ নূর ইসলাম (০১৭৫৪-০৭৪৩২৫)
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার
- কাজ শিখে নিজেই অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন?
- ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে চান?
- লকডাউনে ঘরে বসে সময় নষ্ট না করে স্কিল ডেভেলপ করুন,
- ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করে নিজে স্বাবলম্বী হোন,
- পরিবারের বোঝা হয়ে না থেকে বরং নিজেই পরিবারের খরচ বহন করুন;
- সেই সাথে নিজের প্রিয় শখগুলো পূরণ করুন।
কোর্স শেষে শিক্ষার্থীরা যেভাবে ইনকাম করতে পারবে
- ফাইবার,আপওয়ার্ক,ফ্রিলান্সারসহ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
- লোকাল মার্কেটে কাজ করার জন্য যোগ্যতা অর্জন করবেন।
- বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে ওয়েবসাইট ম্যানেজমেন্ট সেক্টরে জব করতে পারবেন।
- কোর্স শেষে দক্ষতা অর্জন করে আমাদের মার্কেটপ্লেস প্রজেক্ট গ্রুপে জয়েন করে সেখান থেকে ইনকাম করার সুযোগ থাকছে।
কেন ওয়েব ডেভেলপিং?
তথ্য-প্রযুক্তির যুগে হু-হু করে বাড়ছে অনলাইন ওয়েবসাইটের চাহিদা। কিন্ত প্রশিক্ষণের অভাবে সেই তুলনায় মার্কেটপ্লেসে দক্ষ ওয়েব ডেভেলপারের সংখ্যা খুবই কম।
আমাদের এই গ্যালাক্সি ওয়েব ডেভেলপিং কোর্সে সুদক্ষ প্রশিক্ষকের মাধ্যমে অত্যন্ত যত্নসহকারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখানো হয়। এই কোর্সে অংশগ্রহণ করে সঠিক গাইডলাইন ফলো করে হয়ে যান একজন সুদক্ষ ওয়েব ডেভেলপার,গড়ে তুলুন নিজের সমৃদ্ধ ক্যারিয়ার !
ওয়েব ডেভেলপিং শিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন?
এই কোর্স সম্পন্ন করে আপনারা ওয়েবসাইট তৈরি, বিভিন্ন এরর ফিক্স, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপিং, কাস্টমাইজেশন, মাইগ্রেশনসহ আরো অনেক বিষয়ে দক্ষতা অর্জন করবেন।
ফলে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিলান্সারসহ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
এছাড়া কোর্স শেষে দেওয়া হবে এসব মার্কেটপ্লেসে সাকসেস হবার কিছু সিক্রেট টিপস, যার ফলে স্বল্পস্থায়ী ইনকামের পরিবর্তে দীর্ঘমেয়াদী ইনকাম করার যোগ্যতা অর্জন করে নিজের সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
এই কোর্সের বৈশিষ্ট্যঃ
- প্রতিটি কোর্সের মেয়াদ ছয় মাস।
- সপ্তাহে প্রতিদিন ক্লাস নেওয়া হয়।
- প্রতিটি ক্লাসের শীট প্রদান করে অত্যন্ত যত্নসহকারে প্রশিক্ষণ দেওয়া হয়।
- প্রজেক্টরের মাধ্যমে বড় স্ক্রিনে ক্লাস নেওয়া হয়।
- White Board- এ স্কেচ এঁকে বিভিন্ন জটিল বিষয়গুলো সহজে ব্যাখ্যা করা হয়।
- প্রয়োজনীয় সকল Software/Tools সরবরাহ করা হয়।
- দরকারি ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করা হয় যেন শিক্ষার্থীরা সহজেই ডাউনলোড করতে পারে।
- ফেসবুকের সিক্রেট গ্রুপে Add করা হয় । ফলে বাসায় থেকেও শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো গ্রুপে শেয়ার করতে পারে এবং আমরা সেই সমস্যাগুলোর সমাধান দেই।
- প্র্যাকটিস করার জন্য ডেমো ওয়েবসাইটের কোড সরবরাহ করা হয়।
- প্রশিক্ষণ শেষে অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে Deep Knowledge প্রদান করা হয় যেন কোর্স শেষ করেই শিক্ষার্থীরা খুব সহজেই ইনকাম শুরু করতে পারে।
- মার্কেটপ্লেসে সাকসেস হবার জন্য বিভিন্ন সিক্রেট টিপস দেওয়া হয়।
এছাড়াও কম্পিউটারের সফটওয়্যার/টুলস এর বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারে শিক্ষার্থীর কোন প্রবলেম থাকলে সেগুলোও দেখিয়ে দেওয়া হয়।
কোর্স শেষে শিক্ষার্থীরা যেসব যোগ্যতা অর্জন করবে
- Hard Coded Website (সম্পূর্ণ নিজে কোডিং করা) তৈরি করতে পারবে।
- WordPress এর মাধ্যমে খুব দ্রুত এবং সহজে CMS Website তৈরি করতে পারবে।
- ওয়েবসাইটের ছোট/বড় বিভিন্ন Error/Bug Solve করতে পারবে।
- ওয়েবসাইট ডিজাইন,ডেভেলপিং,মাইগ্রেশন করতে পারবে।
- থিম ডেভেলপিং এন্ড কাস্টমাইজেশন, প্লাগিন কাস্টমাইজেশনে দক্ষ হবে।
- ওয়েবসাইট মনিটরিং, সিকিউরিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।
এই কোর্সের বিষয়সমূহ
বিষয়বস্তু |
ধরণ |
গঠন |
---|---|---|
HTML | Language | Hypertext Markup Language |
CSS | Language | Cascading Style Sheet |
JavaScript | Language | Scripting Language |
JQuery | DOM | JavaScript Library |
Responsive | Design | Custom CSS Layout |
Bootstrap | Design | CSS Class World |
Photoshop | Graphics | Graphics Design |
PSD to HTML | Practical | Full Web Design |
Hosting | Purchase | Web Files Holder |
Domain | Purchase | Web URL Name |
MYSQL | Database | Database Maintain |
WordPress | CMS | Content Management System |
PHP | Language | Hypertext Preprocessor |
Theme | Development | Web Development |
Theme | Customization | Web Development |
Plugin | Customization | Web Development |
Elementor/Divi | Page Builder | Web Development |
Speed Optimization | Plugin | WordPress |
Complete Website | All Function | Web Design & Development |
Marketplace | Income Source | Full & Details |
Fiverr/Upwork | Marketplace | Tricks & Gigs |
Freelancing Tricks | Secret Information | Tricks & Idea |
পরিশেষে…
চাকুরীর অস্থিতিশীল পরিবেশে হন্য না হয়ে আপনি চাইলেই মুক্ত ও স্বাধীনভাবে আপনার জীবন পরিচালনা করতে পারেন একটি সমৃদ্ধ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মাধ্যমে ।
আর একটি সমৃদ্ধ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য দরকার সুদক্ষ প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন ।
মনে রাখবেন, আপনি এক মিনিট অপচয় করলেন তো কেউ একজন আপনার থেকে এক মিনিট এগিয়ে গেলো।
অতএব, আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিজের স্কিল ডেভেলপ করুন!
পরিবারের বোঝা হয়ে না থেকে বরং নিজেই পরিবারের খরচ বহন করুন;
সেই সাথে নিজের প্রিয় শখগুলো পূরণ করুন।
গড়ে তুলুন নিজের সমৃদ্ধ ক্যারিয়ার !
কোর্সে ভর্তি হতে চাইলে অথবা কোর্স সংক্রান্ত যে কোন তথ্য জানতে চাইলে ফোনে, ফেসবুকে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন
ঠিকানা : ডিগ্রী কলেজ বটতলা মোড় থেকে ১০০ গজ পশ্চিমে,ইছামতি স্কুল সংলগ্ন, রাধানগর,পাবনা।
আতাউর রহমান জনি (পরিচালক) | : | 01718-434602 |
প্রাতিষ্ঠানিক ফোন নাম্বার | : | 01322-831693 |
ই-মেইল | : | ataur1979@gmail.com |
আমাদের ওয়েবসাইট | : | www.galaxycomputerpabna.com |
ফেসবুক | : | Click To View |