অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২০ সালের জুলাই-ডিসেম্বর সেশনের শর্ট কোর্সের বোর্ড পরীক্ষা। পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সকাল ১০ঃ০০ টায় পরীক্ষা শুরু হয় ।

উক্ত পরীক্ষায় গ্যালাক্সি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর শিক্ষকবৃন্দ- আশিকুর রহমান, সাকিব হাসান, আল-আমিন হোসেন, অনিক হাসান,  সাগর মাহমুদ, সুমি খাতুন ও ইসমা খাতুন। সর্বমোট সাতজন শিক্ষক পরীক্ষা কক্ষে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন ।

Two invigilators are signing the papers of the candidates

সকল শিক্ষার্থী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিবছর জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষাটা ছিলো ২০২০ সালের দ্বিতীয় সেশনের পরীক্ষা । গ্যালাক্সি কম্পিউটার ট্রেনিং সেন্টারের দেড়শতাধিক স্টুডেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে গ্যালাক্সি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর স্টুডেন্ট ছিল সর্বাধিক। এ ব্যাপারে গ্যালাক্সি ট্রেনিং সেন্টারের পরিচালক আতাউর রহমান জনি স্যার বলেন, “আমার প্রতিষ্ঠানে স্টুডেন্টদের অত্যন্ত যত্ন নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। শিক্ষার্থীদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।”

শেয়ার করুন