সরোয়ার হোসেন (টুটু)

  • নাম সরোয়ার হোসেন (টুটু)
  • পদবী সদস্য-২
  • প্রতিষ্ঠান গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার
  • ঠিকানা রাধানগর, পাবনা

শিক্ষকের মন্তব্যঃ

বর্তমানে কম্পিউটারে পরিধি অনেক বড়। প্রাত্যেহিক জীবনের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নেই কি কি কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি…..⏩

● অফিস আদালতের বিভিন্ন দলিল ও ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। কারণ এটা দীর্ঘস্থায়ী ও নষ্ট বা হারিয়ে যাওয়ার সম্ভবনা কম থাকে।
● বিভিন্ন বই তৈরী করতে কম্পিউটার ব্যবহার করা হয়। এতে করে খুব সহজে যেকোন বই লিখা যায়।কাজগের কলমের প্রয়োজন হয় না। ফলে পরিবেশের জন্য সহায়ক।
● ই-বুক ব্যবহার করে কম্পিউটারে অনেক বই পড়া যায়। সুতরাং বই কিনার প্রয়োজন হয় না।
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এ কম্পিউটার ব্যবহার করে টাকা ইনকাম করা যায়। এতে অনেক বেকারত্ব দুর হয়।
● ফটোগ্রাফিক কাজে কম্পিউটার ব্যবহার হয়।
বর্তমানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া ক্লাস হয়। যা কম্পিউটার ছাড়া কল্পনাই করা যায়। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা খুব সহজে অনেক কঠিন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে।
● খুব অল্প সময়ে জটিল গাণিতিক সমাধান কম্পিউটার করে দিতে পারে।
● গবেষণার বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।
● চিকিৎসা কাজে ডাক্তার রা রোগ নির্ণয়ে কম্পিউটার ব্যবহার করা হয়।