আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ প্রযুক্তি হিসাবে খ্যাত কম্পিউটার। এটি বিজ্ঞানের এক বিস্ময়। কম্পিউটার অর্থ গণনাকারী। সাধারণত যে যন্ত্রের সাহায্যে গণনা করা যায় তাকে কম্পিউটার বলে। এটি ছিল কম্পিউটার বিষয়ক প্রথম প্রচলিত ধারণা। কিন্তু শুধু গণনা করা সংক্রান্ত এ ধারণাটি এখন অচল। কম্পিউটার শুধু গণনাই করে না, এটি বর্তমানে মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। কম্পিউটার ছাড়া যেন এখন আধুনিক সভ্যতা অচল।