Atikur Rahman

  • নাম Atikur Rahman
  • বিষয় Instructor of Computer Office Application
  • পজিশন Course Complete
  • ঠিকানা গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার,
    রাধানগর, পাবনা।

Full Information

  • নাম Atikur Rahman
  • পিতার নাম Bozlur Rahman
  • মাতার নাম Aleya Khtun
  • ঠিকানা Chatmohor, Pabna
  • নাম্বার 01755785154
  • বার্থডে April 3, 1996
  • কোর্স Computer Office Application
  • পজিশন Course Complete
  • যোগদানের তারিখ May 1, 2018
  • অবসর গ্রহনের তারিখ December 31, 2021

শিক্ষকের মন্তব্যঃ

আমাদের বিভিন্ন কাজে কম্পিউটার নির্ভর হয়ে পড়েছি আমরা। উন্নত ও আধুনিক জীবন যাপনে কম্পিউটার গুরুত্ব অনেক বেশি। আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে দিয়েছে কম্পিউটার। তাই কম্পিউটারের প্রয়োজনীয়তা আমাদের জীবনে সর্বত্র।

📌 কম্পিউটারের প্রয়োজনীয়তা:
⛔ অফিস আদালতের বিভিন্ন দলিল ও ডকুমেট তৈরি, বিভিন্ন বই তৈরি করতে ইত্যাদি কাজে কম্পিউটারের প্রয়োজনীয়তা আছে।
⛔ বিভিন্ন বই তৈরি করতে কম্পিউটার ব্যবহার করা হয়। খুব সহজে মে কোন বই লিখা যায়।
⛔ আউটসোর্সিং ও ফিল্যাসিং এ কম্পিউটার ব্যবহার করে ইনকাম করা যায়।
⛔ ফটোগ্রাফি ,স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস কম্পিউটার ছাড়া কল্পনা করা যায় না। কম্পিউটারের আশীর্বাদ যেকোন বিষয় এখন হাতের কাছে নিয়ে এসেছে মানুষের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে।
⛔ খুব অল্প সময়ে জটিল গাণিতিক সমস্যা সমাধানের জন্য কম্পিউটার করে দিতে পারে।
⛔ গবেষণা কাজে কম্পিউটার ব্যবহার করা হয়।
⛔ মানুষের রোগ নির্ণয় ও নিরাময়ে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগের কারণ প্রকৃতি, প্রতিরোধ এবং প্রতিকারে কম্পিউটার সহায়ক ভূমিকা পালন করে। জটিল রোগের নিরাময় পথ নির্দেশ খুঁজে পাচ্ছে কম্পিউটারের কল্যানে। চিকিৎসাবিজ্ঞানীরা নতুন নতুন জটিল রোগের প্রতিষেধক ও নিরাময়ের ওষুধ আবিষ্কারে কম্পিউটারে সাহায্য নিচ্ছে।আল্ট্রাসোগ্রাম, এক্সরে,সিটিস্কেন আরো বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কম্পিউটার ছাড়া কল্পনা করা যায় না।
⛔ আধুনিক তথ্য যোগাযোগের জগতে ই-মেইল,ফ্যাক্স, ফোন, ইন্টারনেট ইত্যাদির প্রানবায়ু হচ্ছে কম্পিউটার। কম্পিউটার মানুষের দৈনন্দিন জীবনে তথ্য আদান প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
⛔ প্রোজেক্ট ডিসপ্লে ও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কম্পিউটারের প্রয়োজনীয়তা আছে।
⛔ বাংলা ও ইংরেজি টাইপিং এবং বিভিন্ন এসাইনমেন্ট তৈরি করার জন্য কম্পিউটারের দরকার আছে।
⛔ যেকোন ইভেন্ট এর প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন,ব্যানার, পোস্টার।আর কম্পিউটারের এডোবি ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা যায়।
⛔ বর্তমানে সব ধরনের চাকরি ও ব্যবসায়ে কম্পিউটারে দক্ষ না কোন কাজ সঠিক ভাবে করা সম্ভব না।এসব ক্ষেত্রে কম্পিউটারের চাহিদা অনেক বেশি বেড়েছে।
⛔ যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটার পৃথিবীকে যোগাযোগের ক্ষেত্রে অনেক সহজ করে দিয়েছে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বের সাথে যোগাযোগ আরো সহজ ও দ্রুত করেছে।