Jesmin Aktar

  • নাম Jesmin Aktar
  • বিষয় Instructor of Graphic Design
  • পজিশন Running
  • ঠিকানা গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার,
    রাধানগর, পাবনা।

Full Information

  • নাম Jesmin Aktar
  • পিতার নাম
  • মাতার নাম
  • ঠিকানা
  • নাম্বার
  • বার্থডে
  • কোর্স Graphic Design
  • পজিশন Running
  • যোগদানের তারিখ
  • অবসর গ্রহনের তারিখ

শিক্ষকের মন্তব্যঃ

প্রযুক্তির এই সময়ে কম্পিউটারের প্রয়োজনীয়তা যে কতখানি, তা অল্প কথায় লিখে শেষ করা যাবে না। আধুনিক বিশ্বের উন্নয়ন কম্পিউটার ছাড়া চিন্তাই করা যায় না। দিন দিন এই যন্ত্রটির ব্যবহার এতো বেশী বৃদ্ধি পাচ্ছে, যেন এই যন্ত্রটি ছাড়া বিশ্ব আজ অচল। আমাদের জীবনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব কতখানি, কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে বা কম্পিউটার আমাদের জীবন চলার পথ কতটা সহজ করে দিয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা আসুন জেনে নেই।

কম্পিউটার কি?
Computer শব্দটির অর্থ গণনাকারী যন্ত্র। এই শব্দটির উৎপত্তি হয়েছে গ্রীক শব্দ ‘Compute’ থেকে। তবে কম্পিউটার কিন্তু এখন শুধুমাত্র গণনাকারী যন্ত্র হিসেবেই সীমাবদ্ধ নেই। কারণ কম্পিউটার বর্তমানে গণনার কাজ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ খুবই অল্প সময়ে করে থাকে। যা মানুষের পক্ষে এতো অল্প সময়ে করা সম্ভব নয়। যদিও প্রোগ্রামিং থেকে শুরু করে মানুষই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। তবুও কম্পিউটার আমাদের জীবন চলার পথ অনেক সহজ করে দিয়েছে।

আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব কতটুকু-
বর্তমান সময়ে খুঁজতে গেলে খুব কম সংখ্যক ক্ষেত্রই খুঁজে পাওয়া যাবে যেখানে কম্পিউটারের ব্যবহার হয় না। সারা বিশ্বে কাজ করার যত ধরণের ক্ষেত্র আছে তার বেশীরভাগই কম্পিউটার ব্যবহার করে সম্পন্ন করতে হয়। এমন অনেক কাজ আছে যে কাজগুলো কম্পিউটারের সাহায্য ছাড়া সম্পন্ন করা সম্ভব হয় না। আবার কিছু কাজ আছে যেগুলো কম্পিউটারের সাহায্য ছাড়াও সম্পন্ন করা যায়। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এবং জনবলের প্রয়োজন হয়। এ সকল বিষয় পর্যালোচনা করলে বুঝা যায় কম্পিউটার ছাড়া বিশ্ব আজ অসহায়। কম্পিউটার ব্যবহার করতে অবশ্যই কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম।